সামনেই 8th February, মানে valentine’s week 2021 এর শুরু। একটা স্পেশাল সপ্তাহ শুধু ভালোবাসার মানুষটির জন্য, একটু বেশি করে ভালোবাসার জন্য। একটা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার যদি তার সাথে করা হয়, তবে ক্ষতি কি! তবে আর দেরি কেনো, valentine’s week 2021 – এ চলে আসুন আমাদের Nandan Restaurant এ।
ভালোবাসার মানুষটির আরো কাছাকাছি আসার দিনে একটা ভালো দিন উপহার দিন একটা ভালো খাবারের সাথে। আপনাদের 2 জনের সাথে পাতে থাকুক না ভারতীয় খাবারের সুস্বাদু পদ গুলো, না হয় থাকুক ইতালিয়ান খাবারের বাছাই করা ডিশ গুলো। অথবা আপনি যদি দক্ষিণ ভারতীয় খাবারের পৃষ্ঠপোষক হয়ে থাকেন, তবে আপনাকে স্বাগতম। আপনাদের মিষ্টি মুহূর্ত গুলোকে আরো মিষ্টি করতে আমাদের সংগ্রহে আছে নানা ধরনের পেস্ট্রি ও হাজারো মিষ্টি ডেসার্ট।
আপনার মধুর মুহূর্ত গুলোকে আরো মধুর পরিবেশে উপভোগ করার একমাত্র জায়গা হলো Nandan Restaurant। বিশ্বমানের খাবারের সাথে যেখানে আপনি পাবেন সুন্দর একটা পরিবেশ, যা মুহূর্তকে করে তুলবে আরো সুন্দর।
Nandan Restaurant একটি 1800+ reviewer এর 5* rated restaurant, যেখানে আপনি কম খরচেই আপনার দিনটিকে আপনার মত করে সাজিয়ে নিতে পারবেন। তবে আর দেরি কেন? সময় করে ভালোবাসার মানুষটিকে নিয়ে চলে আসুন Nandan Restaurant – এ। এছাড়াও আপনি আপনার খাবার অর্ডার করতে পারেন আমাদের app ” Nandan Restaurant” ইনস্টল করে ( available on both play store & appstore) অথবা অর্ডার করুন অনলাইন এ আমাদের ওয়েবসাইটে।