প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
Happy New year 2K21 দিনের সূচনায়, দিগন্তের ওঠা প্রথম সূর্যকিরণের মতো উজ্জ্বল হোক বছরটা। বয়ে আসা দক্ষিণা বাতাস, নিয়ে আসুক আনন্দ, খুশির রং।
কালবৈশাখীর প্রথম ঝড়ে উড়ে যাক দুঃখ – কষ্ট গুলো। বিপদ কেটে সবাই আবার মেতে উঠুক উৎসবে, সুস্থ হোক পৃথিবী।
উৎসব মানেই কেনাকাটা, হৈ-হুল্লোর, সাথে রকমারি খাবার। আমরা বাঙালিরা খেতে কিন্তু খুব ভালোবাসি; তা সে কাশ্মীরি আলুর দম হোক আর সে হোক দক্ষিণের ধোসা।
বাঙালি চিরকালই খাদ্যরসিক। কোনো খাবারের স্বাদ যদি একবার মনে লেগে যায়, তবে মন শুধু সেটাই চায়। তো বছরের শুরুতে একবার আসুনই না “নন্দন রেস্টুরেন্ট” – এ। উত্তর থেকে দক্ষিণের সব ধরনের খাবারের এক বৃহৎ সম্ভার আমরা এক ছাদের তলায় নিয়ে এসেছি।
আশা করি আমরা আপনাদের নিরাশ করবো না। একই ওয়েবসাইট থেকে সবথেকে সহজে আপনাদের সব পছন্দের খাবার গুলোকে আপনারা অর্ডার করতে পারবেন।
ধোসা, চাট, উট্টাপাম থেকে শুরু করে সমস্ত দক্ষিণী খাবারের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখনও আমরাই। আপনার আনন্দ অনুষ্ঠানের জন্য সমস্ত রকমের কেক পেয়ে যাবেন আমাদের কাছে।
চাউমিন, পাস্তা, চিলি পনির সব রকমের চাইনিজ খাবারের বিরাট সম্ভার `নন্দন রেস্তোরাঁ’। আপনাদের প্রতিটি মুহূর্তে আমরা এখনও আগের মতো সুন্দর করতে প্রস্তুত। আপনাদের সন্ধ্যেকে স্বাদে সুন্দর করতে আমরা নিয়ে এসেছি আমাদের ইতালিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল সেকশন। ক্যাপসিকাম পিৎজা, মিক্স ভেজ পিৎজা থেকে শুরু করে এক বিরাট সম্ভার নিয়ে এসেছি আমরা।
আপনাদের প্রতিটি প্রয়োজনে, দরকারে প্রতিনিয়ত এগিয়ে এসেছি আমরা এবং ভবিষ্যতেও আসবো। এইভাবেই সর্বদা আমরা আপনাদের সাথেই থাকতে চাই। আশা করি আপনারাও সমান ভাবেই এগিয়ে আসবেন নন্দন-এ।
ধন্যবাদ।