Happy New Year 2021

Happy New Year 2021 :- প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। Happy New year 2021।

” নতুন কিছু সাফল্য আসুক, ব্যর্থতার সীমা চিরে;
খুঁজে নেওয়া যাক মুখের হাসি, হাজার দুঃখের ভিড়ে।” – বিক্রম মণ্ডল

দিনের সূচনায়, দিগন্তের ওঠা প্রথম সূর্যকিরণের মতো উজ্জ্বল হোক বছরটা। বয়ে আসা দক্ষিণা বাতাস, নিয়ে আসুক আনন্দ, খুশির রং। কালবৈশাখীর প্রথম ঝড়ে উড়ে যাক দুঃখ – কষ্ট গুলো। বিপদ কেটে সবাই আবার মেতে উঠুক উৎসবে, সুস্থ হোক পৃথিবী।

উৎসব মানেই কেনাকাটা, হৈ-হুল্লোর, সাথে রকমারি খাবার। আমরা বাঙালিরা খেতে কিন্তু খুব ভালোবাসি; তা সে কাশ্মীরি আলুর দম হোক আর সে হোক দক্ষিণের ধোসা। বাঙালি চিরকালই খাদ্যরসিক। কোনো খাবারের স্বাদ যদি একবার মনে লেগে যায়, তবে মন শুধু সেটাই চায়। তো বছরের শুরুতে একবার আসুনই না “নন্দন রেস্টুরেন্ট” – এ। উত্তর থেকে দক্ষিণের সব ধরনের খাবারের এক বৃহৎ সম্ভার আমরা এক ছাদের তলায় নিয়ে এসেছি। আশা করি আমরা আপনাদের নিরাশ করবো না। একই ওয়েবসাইট থেকে সবথেকে সহজে আপনাদের সব পছন্দের খাবার গুলোকে আপনারা অর্ডার করতে পারবেন; অথবা ডাউনলোড করতে পারেন” Nandan Restaurant” অ্যাপটি।

ধোসা, চাট, উট্টাপাম থেকে শুরু করে সমস্ত দক্ষিণী খাবারের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখনও আমরাই। আপনার আনন্দ অনুষ্ঠানের জন্য সমস্ত রকমের কেক পেয়ে যাবেন আমাদের কাছে। চাউমিন, পাস্তা, চিলি পনির সব রকমের চাইনিজ খাবারের বিরাট সম্ভার `নন্দন রেস্তোরাঁ’।

আপনাদের প্রতিটি মুহূর্তে আমরা এখনও আগের মতো সুন্দর করতে প্রস্তুত। আপনাদের সন্ধ্যেকে স্বাদে সুন্দর করতে আমরা নিয়ে এসেছি আমাদের ইতালিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল সেকশন। ক্যাপসিকাম পিৎজা, মিক্স ভেজ পিৎজা থেকে শুরু করে এক বিরাট সম্ভার নিয়ে এসেছি আমরা।

আপনাদের প্রতিটি প্রয়োজনে, দরকারে প্রতিনিয়ত এগিয়ে এসেছি আমরা এবং ভবিষ্যতেও আসবো। এইভাবেই সর্বদা আমরা আপনাদের সাথেই থাকতে চাই। আশা করি আপনারাও সমান ভাবেই এগিয়ে আসবেন নন্দন-এ।

ধন্যবাদ।

NANDAN is a veg restaurant near Gorabazar. We has been providing you this taste for 26 years. We has started on 5 October in 1994 ( on Mahalaya). This is a ever veg restaurant from beginning. We started our business with South Indian food like dhosa. And now we are getting it big. All credit goes to you, our beloved customer. Your love and bless makes us successful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *